বৃষ্টি বাড়ার পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

দেশের ৩৫ জেলায় গতকাল রবিবার বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। তবে আজ সোমবার বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে অনেক অঞ্চল থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।