বৃষ্টি ঝরতে পারে শুক্রবার পর্যন্ত ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩ নিজস্ব প্রতিনিধি দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বৃষ্টি ঝরায় তাপমাত্রা ও গরমের অনুভূতি কমতে শুরু করেছে। গতকালের তুলনায় আজ মঙ্গলবার বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের এই ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনেও (বুধ ও বৃহস্পতিবার) বৃষ্টিপাতের এই প্রবণতা কম-বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। SHARES জাতীয় বিষয়: #বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বৃষ্টি ঝরায় তাপমাত্রা ও গরমের অনুভূতি কমতে শুরু করেছে। গতকালের তুলনায় আজ মঙ্গলবার বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের এই ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনেও (বুধ ও বৃহস্পতিবার) বৃষ্টিপাতের এই প্রবণতা কম-বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।