নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ চলছে, বক্তব্য দেবেন মির্জা ফখরুল ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩ নিজস্ব প্রতিনিধি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ চলছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। এর আগে শুক্রবার সকাল থেকেই সারা দেশের মহিলা দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে জড়ো হন। সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। SHARES রাজনীতি বিষয়: #মির্জাফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ চলছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। এর আগে শুক্রবার সকাল থেকেই সারা দেশের মহিলা দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে জড়ো হন। সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।