মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে কাল বৈঠক করবে বিএনপি

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শনিবার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠক করবে বিএনপি। কাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে বৈঠক করবেন। 

এদিকে ঢাকায় অবস্থানকালে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনী অংশীদারের সঙ্গে বৈঠক করবে। সফর শেষে পর্যবেক্ষক মিশন তাদের প্রাপ্ত তথ্য ও সুপারিশগুলো তুলে ধরবে। এই মিশন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণনীতি অনুযায়ী পরিচালিত হবে।

ইউএসএআইডির সহায়তায় এই মিশন পরিচালিত হচ্ছে। 

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন প্রতিনিধিদল গত ৮ থেকে ২৩ জুলাই ঢাকা সফর করে। গত মাসে ইইউ আগামী নির্বাচনে পূর্ণমাত্রার পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্তের কথা বাংলাদেশকে জানিয়েছে।