রাত ১২টার পর দুষ্কৃতকারীরা সুযোগ নেয় : আইজিপি

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, রাত ১২টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত দুষ্কৃতকারীরা সুযোগ নেয়। এসময়ে একটা অঘটন ঘটিয়ে হিন্দু ভাইদের মনে কষ্ট দেওয়ার অপচেষ্টা চালাতে পারে তারা।

আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা জানান তিনি।

আইজিপি বলেন, ‘যদি কোনো দুষ্কৃতকারী ব্যক্তি অপকর্ম করতে চায়, পূজার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন।

আর যদি ধরা সম্ভব না হয় অন্তত পক্ষে চিহ্নিত করে রাখবেন, আমরা তাদের ধরে ফেলব।’ 

পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের আহ্বান করব একজন না একজন সব সময় মণ্ডপে থাকবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।’ 

পুলিশ প্রধান বলেন, ‘শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোনো দুষ্কৃতকারী যেন কোনো সুযোগে বিশেষ করে শেষ রাতে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানান আইজিপি।

পরে তিনি স্বামীবাগ রোডস্থ  শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।