সরকার তিন মেয়াদে ১১৩১টি সেতু নির্মাণ করেছে : ওবায়দুল কাদের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩ ফাইল ছবি নিজস্ব প্রতিনিধি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে দেশে ছোট বড় মোট ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের জানান, নির্মিত সেতুগুলোর মধ্যে ২০টি সেতু ৫০০ মিটারের বেশি এবং ১৬৫টি সেতু ১০০ থেকে ৫০০ মিটার দৈর্ঘের মধ্যে নির্মিত হয়েছে। চলতি অর্থবছরে আরো ২০টি সেতু নির্মাণের কাজ চলছে। সূত্র : বাসস SHARES জাতীয় বিষয়: আওয়ামী লীগওবায়দুল কাদেরসেতুসড়ক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে দেশে ছোট বড় মোট ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের জানান, নির্মিত সেতুগুলোর মধ্যে ২০টি সেতু ৫০০ মিটারের বেশি এবং ১৬৫টি সেতু ১০০ থেকে ৫০০ মিটার দৈর্ঘের মধ্যে নির্মিত হয়েছে। চলতি অর্থবছরে আরো ২০টি সেতু নির্মাণের কাজ চলছে।