বন্দি পিটিয়ে তৃতীয় পদক পেল চেচেন নেতার কিশোর ছেলে

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

চেচেন নেতা রমজান কাদরুফের কিশোর ছেলে কোরআন পোড়ানোর অভিযোগে বন্দি একজনকে সহিংসভাবে মারধরের পর রুশ কর্তৃপক্ষের কাছ থেকে তৃতীয়বারের মতো পদক পেয়েছে।

কাদরুফ ২০০৭ সাল থেকে রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচেন অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন। তার কর্তৃত্ববাদী শাসনের সময় অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

রাশিয়ার দক্ষিণ কারাচে-চের্কেস অঞ্চলের প্রধান রশিদ টেমরেজভ বুধবার বলেছেন, ‘আমি অ্যাডাম কাদরুফকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি।

 

টেমরেজভ তার বিবৃতিতে বন্দিকে মারধরের কথা উল্লেখ করেননি। তবে বিবৃতিতে ‘আন্তর্জাতিক ও আন্তঃআঞ্চলিক ঐক্যের বিকাশ এবং ঐতিহ্যগত ইসলামী মূল্যবোধকে শক্তিশালীকরণে ব্যক্তিগত অবদানের জন্য’ ১৫ বছর বয়সী ছেলেটির প্রশংসা করা হয়েছে।

অ্যাডাম কাদরুফ ইতিমধ্যে রাশিয়ার তাতারস্তান অঞ্চলের প্রধানের কাছ থেকে অর্ডার অব ডুসলিক পদক এবং তার বাবার কাছ থেকে হিরো অব চেচনিয়া পুরস্কার পেয়েছে।

কাদরুফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সোচ্চার সমর্থক এবং চেচনিয়াকে তিনি তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে রেখেছেন।

এ ছাড়া তিনি বারবার ইউক্রেন আক্রমণে সামরিক বিকল্প ব্যবহারের জন্য মস্কোকে সমর্থন করেছেন। তিনি তার তিন কিশোর ছেলেকে যুদ্ধে পাঠাবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। 

সূত্র : এএফপি