নির্বাচন সঠিকভাবে হলে আমরা অংশ নেব : জিম কাদের এ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। কী হবে তা এখনো কেউ জানে না। যদি নির্বাচন হয় তখন আমরা সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি।

আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যদি সঠিকভাবে হয় তবেই আমরা নির্বাচনে অংশ নেব। যদি আমরা মনে করি, সঠিকভাবে নির্বাচন হচ্ছে না তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করব।’ 

জাতীয় পার্টি চেয়ারম্যান শনিবার (৪ নভেম্বর) দুপুরে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নিজের লেখা ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ দ্বিতীয় খণ্ড ও ‘মিজারিস অব মিসকনসিডভড ডেমোক্রেসি ভলিউম-২’ বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন।

 

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রকাশনা উৎসবে জি এম কাদের বলেন, ‘দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তো আমাদের লোক, আমরাই বানিয়েছি। তারা কোনো ভুল করলে অবশ্যই আমরা বলব। কথা বললেই শাস্তি পেতে হবে? সে জন্য আইন করা হবে? আমি ভুল বলতে পারি; কিন্তু আমার বলার অধিকার তো আছে।

আমরা যেন কথা বলতে না পারি সে জন্য আইন করা হচ্ছে।’ 

জি এম কাদের বলেন, ‘সরকার হচ্ছে কেয়ারটেকারের মতো, ভুল করলে পরিবর্তন করতে চাইব না? বাংলাদেশের মানুষের এই অধিকার এখন আর নেই। গণতন্ত্র না থাকলে কোনো প্রকল্প গণমুখী হয় না, তার প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট।’