বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩ নিজস্ব প্রতিনিধি বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনি জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস ‘চৈতালী’তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের দোতলার একটি সিট পুড়ে গেছে বলে জানান বাসের চালক নিজাম। SHARES জাতীয় বিষয়: #আগুন
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তিনি জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস ‘চৈতালী’তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।