উভয় দেশের ঘোষণা

তেল উৎপাদন হ্রাস অব্যাহত রাখবে রাশিয়া-সৌদি আরব

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

একদিকে রাশিয়া-সৌদি আরবের জ্বালানি তেল উৎপাদন হ্রাস, অন্যদিকে হামাস-ইসরায়েল যুদ্ধ। উভয় কারণেই জ্বালানি তেলের বিশ্ববাজারে সরবরাহ উদ্বেগ রয়েছে। ফলে দাম ঊর্ধ্বমুখিতায় রয়েছে। এর মধ্যেই রাশিয়া-সৌদি আরব ঘোষণা দিয়েছে স্বেচ্ছায় তেল উৎপাদন হ্রাস অব্যাহত রাখবে দুই দেশ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

এই পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত জানায় রাশিয়া।