টিয়ার শেল নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে আহত ৩ পুলিশ সদস্য ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩ নিজস্ব প্রতিনিধি গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) প্রবির (৪০), নায়েক খোরশেদ (৩৫) ও পুলিশ কনস্টেবল সুয়াদ হাসান (২৭)। এডিসি নন্দিতা মালাকার ও এডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধি দল আহতদের খোঁজ-খবর নিতে আসে। ফরিদা পারভিন বলেন, ‘আমরা পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর শুনে এসেছি। আহত তিনজন ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’ SHARES জাতীয় বিষয়: #পুলিশ
গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) প্রবির (৪০), নায়েক খোরশেদ (৩৫) ও পুলিশ কনস্টেবল সুয়াদ হাসান (২৭)। এডিসি নন্দিতা মালাকার ও এডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধি দল আহতদের খোঁজ-খবর নিতে আসে।
ফরিদা পারভিন বলেন, ‘আমরা পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর শুনে এসেছি। আহত তিনজন ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’