যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ হলেন যাত্রী ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলচক্করে অনাবিল নামে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন মো. জব্বার মিয়া (৪৫) নামে এক যাত্রী। তিনি পেশায় একজন রিকশাচালক। ঘটনার সময় তিনি ওই বাসে চড়ে নারায়ণগঞ্জে তার বাসায় ফিরছিলেন। মো. জব্বার নীলফামারীর জলঢাকা থানার বামনা গ্রামের মৃত মো. ছকদ্দী মিয়ার ছেলে। বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় একটি রিকশা গ্যারেজে থাকেন তিনি। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসেন। দগ্ধ জব্বার জানায়, আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য রাতে গুলিস্তান থেকে অনাবিল নামে একটি যাত্রীবাহী বাসে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী গোলচক্করে গাড়িটি যাওয়া মাত্রই কে বা কারা জানালা দিয়ে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার দুই পা এবং হাত আগুনে দগ্ধ হয়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থেকে দগ্ধ অবস্থায় জব্বার নামে একজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে ২০% দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে। SHARES জাতীয় বিষয়: #আগুনদগ্ধযাত্রাবাড়ীযাত্রী
রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলচক্করে অনাবিল নামে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন মো. জব্বার মিয়া (৪৫) নামে এক যাত্রী। তিনি পেশায় একজন রিকশাচালক। ঘটনার সময় তিনি ওই বাসে চড়ে নারায়ণগঞ্জে তার বাসায় ফিরছিলেন। মো. জব্বার নীলফামারীর জলঢাকা থানার বামনা গ্রামের মৃত মো. ছকদ্দী মিয়ার ছেলে।
বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় একটি রিকশা গ্যারেজে থাকেন তিনি। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসেন। দগ্ধ জব্বার জানায়, আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য রাতে গুলিস্তান থেকে অনাবিল নামে একটি যাত্রীবাহী বাসে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম।
যাত্রাবাড়ী গোলচক্করে গাড়িটি যাওয়া মাত্রই কে বা কারা জানালা দিয়ে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার দুই পা এবং হাত আগুনে দগ্ধ হয়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ী থেকে দগ্ধ অবস্থায় জব্বার নামে একজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে ২০% দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে।