চলতি বছরে ৩ লাখ ছাড়াল ডেঙ্গু রোগী ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩ Aedes mosquitoe is sucking blood on human skin. নিজস্ব প্রতিনিধি ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৫৪৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯১ রোগী। তাদের মধ্যে এক হাজার ৪৪ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫২২ জন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন লাখ এক হাজার ২৫৫ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ২২৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। SHARES জাতীয় বিষয়: #ডেঙ্গু
ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৫৪৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯১ রোগী।
তাদের মধ্যে এক হাজার ৪৪ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫২২ জন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন লাখ এক হাজার ২৫৫ জন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ২২৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।