আজ কুমিল্লার চান্দিনা মুক্ত দিবস। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩ কাজী রাশেদ (কুমিল্লা প্রতিনিধি) আজ কুমিল্লার চান্দিনা মুক্ত দিবস ১৯৭১সালের ১২ ডিসেম্বর এই দিনে কুমিল্লার চান্দিনা হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।এদিন বিকেলে চান্দিনার এতবারপুর ও হারং গ্রামে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাথে হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। পরে মুক্তি ও মিত্রবাহিনীর কাছে প্রায় সতের শ পাক সেনা আত্মসমর্পণ করে। এসময় কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়া হানাদার বাহিনীও মারা যায়। তাদের চান্দিনার উদালিয়াপাড় এলাকায় ঝাঁপা মাটি দেয়া হয়। দিবসটি উপলক্ষে চান্দিনা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠন পায়্ররা অবমুক্ত, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালীর এবং আলোচনা সভার আয়োজন করে। এতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, সহকারী কমিশনার উম্মে হাবিবা মজুমদার , উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, মুক্তি যোদ্ধা মো: মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোর্শেদ আলম সহ অনেকে । SHARES মুক্তমত বিষয়: