বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে জানিপপ চেয়ারম্যানের শোক।

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

স্টাফ রিপোর্টার :বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়টির সাবেক ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও। এক শোক বার্তায় প্রফেসর নাজমুল আহসান কলিম উল্লাহ নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন শুভানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করেন।                                          শোক বিবৃতিতে জানিপপ চেয়ারম্যান বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচ এ ভর্তি হওয়া আবু সাঈদের অকালে চলে যাওয়া তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য ১৬ জুলাই মঙ্গলবার ২০২৪ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।