গাজাকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না : পুতিন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩ নিজস্ব প্রতিনিধি গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোতে টেলিভিশনে বার্ষিক সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সিকে এ কথা বলেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সংঘাত গাজা উপত্যকায় যা ঘটছে, তার কাছে কিছুই নয়।’ দুই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা। পুতিন আরো বলেছেন, ‘আপনি, এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্ব দেখছেন গাজায় কী ঘটছে এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে কী ঘটছে। এবার পার্থক্য বের করার চেষ্টা করুন। ইউক্রেনে গাজার মতো কিছুই হয়নি।’ পুতিন বলেছেন, ‘গাজা উপত্যকায় যেখানে ইসরায়েল ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ’ তিনি এটিকে বিপর্যয় বলে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন। গুতেরেস বলেছিলেন, ‘গাজা শিশুদের জন্য বিশ্বের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে।’ গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং হামাস নির্মূল করতে গিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ নিন্দা জানিয়েছেন পুতিন। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর প্রায় দুই বছর পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন পুতিন। গত বছরের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেই ব্যাপক হতাহত হয়েছে। সূত্র : আনাদোলু SHARES আন্তর্জাতিক বিষয়: #পুতিন
গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোতে টেলিভিশনে বার্ষিক সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সিকে এ কথা বলেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সংঘাত গাজা উপত্যকায় যা ঘটছে, তার কাছে কিছুই নয়।’ দুই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা।
পুতিন আরো বলেছেন, ‘আপনি, এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্ব দেখছেন গাজায় কী ঘটছে এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে কী ঘটছে। এবার পার্থক্য বের করার চেষ্টা করুন। ইউক্রেনে গাজার মতো কিছুই হয়নি।’ পুতিন বলেছেন, ‘গাজা উপত্যকায় যেখানে ইসরায়েল ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
’ তিনি এটিকে বিপর্যয় বলে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন। গুতেরেস বলেছিলেন, ‘গাজা শিশুদের জন্য বিশ্বের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে।’ গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং হামাস নির্মূল করতে গিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ নিন্দা জানিয়েছেন পুতিন। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর প্রায় দুই বছর পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন পুতিন।