নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩ নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত। দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিনিধি। ব্রিটিশ বিরোধী সংগ্রামী,টংক আন্দোলনের মহান নেতা,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহ স্মরণে ৩১ডিসেম্বর-২২-শনিবার থেকে ৬ জানুয়ারী-২২-শুক্রবার পর্যন্ত নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাতদিন ব্যাপী কমরেড মনিসিংহ মেলা শুরু হয়েছে। মেলার ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার আদিবাসীদের এক মিলনমেলা ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি পঙ্কজ মারাক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নিরন্তর বনোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক নেত্রকোনা অঞ্জনা খানম মজলিশ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনা মোঃ ফকরুজ্জামান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব-উল আহসান, কমরেড মণি সিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। SHARES সারা বাংলা বিষয়: