আসন আ. লীগ ছেড়েছে, জাতীয় পার্টি না : চুন্নু ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জনগণের কাছে আমাদের নিশ্চয়ই একটা গ্রহণযোগ্যতা আছে। এ কারণে নির্বাচনের আগে আওয়ামী লীগসহ বড় বড় দল সঙ্গে থাকতে বলে। এবার আমরা আওয়ামী লীগের চেয়েও বেশি আসনে প্রার্থী দিয়েছি। এরপরও কেন আমাদের আসন ছেড়ে দিয়েছে সেটি তারাই ভালো বলতে পারবে। আমরা কোনো আসন ছাড়িনি।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চুন্নু। দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী করেছে- এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘জি এম কাদের ও আমি দেশের মানুষের পক্ষের এমন কোনো কথা নেই যেটি সংসদে তুলে ধরিনি। সরকারের বিভিন্ন দুর্নীতি ও দুর্বলতা নিয়ে কথা বলেছি। সুতরাং কিছু করিনি এই অপবাদ কেউ দিতে পারবেন না।’ বিরোধী দল হিসেবে মাঠ পর্যায়ে ভূমিকা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘মাঠে আমরা সংগঠন করার জন্য কাজ করেছি। রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করিনি, হরতাল করিনি। আমরা হরতালের পক্ষে না। হরতাল একটি রাজনৈতিক সংস্কৃতি। আমরা মানুষের চলাচলে বাধা দিই না, গাড়ি ভাঙচুর করিনি। আমরা একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সহনশীল বিরোধী দল হিসেবে কাজ করেছি।’ SHARES রাজনীতি বিষয়: #চুন্নু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জনগণের কাছে আমাদের নিশ্চয়ই একটা গ্রহণযোগ্যতা আছে। এ কারণে নির্বাচনের আগে আওয়ামী লীগসহ বড় বড় দল সঙ্গে থাকতে বলে। এবার আমরা আওয়ামী লীগের চেয়েও বেশি আসনে প্রার্থী দিয়েছি। এরপরও কেন আমাদের আসন ছেড়ে দিয়েছে সেটি তারাই ভালো বলতে পারবে।
আমরা কোনো আসন ছাড়িনি।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চুন্নু। দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী করেছে- এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘জি এম কাদের ও আমি দেশের মানুষের পক্ষের এমন কোনো কথা নেই যেটি সংসদে তুলে ধরিনি।
সরকারের বিভিন্ন দুর্নীতি ও দুর্বলতা নিয়ে কথা বলেছি। সুতরাং কিছু করিনি এই অপবাদ কেউ দিতে পারবেন না।’ বিরোধী দল হিসেবে মাঠ পর্যায়ে ভূমিকা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘মাঠে আমরা সংগঠন করার জন্য কাজ করেছি। রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করিনি, হরতাল করিনি।
আমরা হরতালের পক্ষে না। হরতাল একটি রাজনৈতিক সংস্কৃতি। আমরা মানুষের চলাচলে বাধা দিই না, গাড়ি ভাঙচুর করিনি। আমরা একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সহনশীল বিরোধী দল হিসেবে কাজ করেছি।’