উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আজ থেকে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪ হিমালয়ের কোল ঘেঁষে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস সারা দেশে শীতের তীব্রতা বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ বুধবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামীকাল বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে। আগামী ৯-১০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়ার এই প্রবণতা থাকতে পারে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় গতকাল মঙ্গলবার থেকেই উত্তরের জেলা নীলফামারীতে ছিল শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দুপুর আড়াইটা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি। তাপমাত্রা আরো কমায় উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের কোনো কোনো জেলায় মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। SHARES জাতীয় বিষয়: #মৃদু শৈত্যপ্রবাহ
হিমালয়ের কোল ঘেঁষে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস সারা দেশে শীতের তীব্রতা বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ বুধবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামীকাল বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে।
আগামী ৯-১০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়ার এই প্রবণতা থাকতে পারে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় গতকাল মঙ্গলবার থেকেই উত্তরের জেলা নীলফামারীতে ছিল শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দুপুর আড়াইটা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি। তাপমাত্রা আরো কমায় উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের কোনো কোনো জেলায় মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।