ভোটের দিন বিএনপির হরতাল চলছে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালেও ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির দেশব্যাপী এই হরতাল। অন্যদিকে সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এদিকে নির্বাচন বর্জন ও হরতাল সফল করতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে এ মিছিল কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী হরতাল পালনে দেশবাসীকে আহ্বান জানান। কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, এবারের একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। কারণ, তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। SHARES রাজনীতি বিষয়: বিএনপি
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালেও ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির দেশব্যাপী এই হরতাল। অন্যদিকে সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এদিকে নির্বাচন বর্জন ও হরতাল সফল করতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে এ মিছিল কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী হরতাল পালনে দেশবাসীকে আহ্বান জানান। কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, এবারের একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।