ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা উড়ছে। ফাইল ছবি : এএফপি

নিজস্ব প্রতিনিধি

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে তেহরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের জন্য পাল্টাহামলা চালানো সত্ত্বেও ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস এ কথা বলেছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এমএসএনবিসিকে বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে সংঘাত চাই না। আমরা উত্তেজনা বাড়াতে চাই না।

গত কয়েক দিনে যা ঘটেছে তার বাইরে এটি বাড়ানোর কোনো কারণও নেই।’ 

কিরবি আরো বলেছেন, ‘আমরা জানি, ইরান হুতিদের সমর্থন করে। আমরা জানি, তারা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। একই জিনিস তারা জাহাজে হামলা চালাতে ব্যবহার করেছে।

আমরা খুব স্পষ্ট করে বলেছি, ইরানের উচিত এই সমর্থন বন্ধ করা।’ 

এদিকে হুতিরা শুক্রবার বলেছে, হামলার পর মার্কিন ও ব্রিটিশ স্বার্থ এখন ‘বৈধ লক্ষ্যবস্তু’। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, জাহাজে আক্রমণ করতে হুতিদের ক্ষমতা শেষ করার জন্য এ পাল্টাহামলার পরিকল্পনা করা হয়েছিল।

তবে হোয়াইট হাউসের এই মুখপাত্র বিদ্রোহীদের প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেছেন।

কিরবি বলেছেন, ‘আমি তাদের গত রাতে প্রেসিডেন্টের বিবৃতিতে শেষ বাক্যটির দিকে ইঙ্গিত করব, যেখানে তিনি আরো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করেছেন এবং তিনি তা করতে দ্বিধা করবেন না।’