কুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ৫২ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪ নিজস্ব প্রতিনিধি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রুদ্রনীল সিংহসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরো ৪০ জন আসামি রয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনায় আহত শিক্ষার্থী তাহমিদুল হক ইশরাক বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় তিনি মারপিট ও জীবননাশের হুমকির অভিযোগ করেছেন। এর আগে রবিবার রাতে (১৪ জানুয়ারি) কুয়েট লালন শাহ হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নগরীর খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক বলেন, ‘কুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারপিট ও হুমকির অভিযোগে এ মামলা করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’ SHARES জাতীয় বিষয়: #কুয়েট
খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রুদ্রনীল সিংহসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরো ৪০ জন আসামি রয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনায় আহত শিক্ষার্থী তাহমিদুল হক ইশরাক বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় তিনি মারপিট ও জীবননাশের হুমকির অভিযোগ করেছেন।
এর আগে রবিবার রাতে (১৪ জানুয়ারি) কুয়েট লালন শাহ হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নগরীর খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক বলেন, ‘কুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারপিট ও হুমকির অভিযোগে এ মামলা করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’