বিশ্বব্যাংকের পদ ছাড়তে চান কায়কাউস

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক পদ থেকে পদত্যাগ করতে চান ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এ মুখ্য সচিবের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে আজ মঙ্গলবার প্রশাসনের শীর্ষ একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও এক বছর পর তিনি পদত্যাগ করছেন বলে ‍গুঞ্জন উঠে।

সূত্র জানায়, আজ ড. আহমদ কায়কাউসের পদত্যাগপত্রের সার সংক্ষেপ অনুমোদিত হয়েছে।

এখন এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী অনুমতি দিলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ থেকে তার এই পদত্যাগ পত্র গৃহীত হবে। 

এ বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় আহমদ কায়কাউস বিশ্বব্যাংকের পদ ছাড়তে চাওয়ার কথা স্বীকার করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এই শীর্ষ কর্মকর্তা নির্বাচনের আগে দেশে এসেছিলেন।

তিনি গত ১১ জানুয়ারি বিশ্বব্যাংকের পদে থাকতে চান না বলে সরকারকে জানিয়েছেন। তিনি এখনো দেশেই অবস্থান করছেন। আগামী সপ্তাহে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। 

আহমদ কায়কাউস বলেন, ‘আমি যে পদটিতে আছি এখান থেকে পদত্যাগ করার কোনো বিষয় নেই।

আমার নিয়োগ চুক্তিভিত্তিক। আমি ব্যক্তিগত কারণে চুক্তি বাতিলের জন্য সরকারের বারবার আবেদন করেছি, কিন্তু এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো ফিরতি বার্তা পাইনি।’ 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে আহমদ কায়কাউসকে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে পর্যায়ক্রমে একাধিক মন্ত্রিপরিষদ সচিব এ পদে চাকরি করে এসেছেন। মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধার কারণে এই পদ নিয়ে সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আগ্রহ থাকে।

এই পদে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিবের নিয়োগ সেদিক থেকে কিছুটা ব্যতিক্রম ছিল।