তথ্য-উপাত্ত ছাড়াই বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

গুম-খুন নিয়ে বিএনপির দাবির কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। কাদের কাদের গুম-খুন করা হয়েছে? প্রমাণ কী? তালিকা আমরা দেখতে চাই।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দি তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে।

এ রকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যা ১৪-১৫ জন। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপিরএমন দাবি কেমন করে বলে?’ 

তিনি বলেন, ‘বিএনপি কথায় কথায় গুম-খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে।

গুমের ব্যাপারেও একই কথাতথ্য-উপাত্ত ছাড়া এই গুমের  ঘটনা তারা সরকারকে অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে।’ 

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বারবার অন্ধকারে ঢিল ছুড়বে। এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। তাদের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশ ধ্বংস করা ও মানুষ মারা।’

 

আওয়ামী লীগের আমলে গুম-খুন নিয়ে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বিচার করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আওয়ামী লীগের আমল কেন, বিএনপির আমলে কত হত্যা, গুম-খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?’

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

এ সময় মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারো অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেওয়া হবে।’