যুক্তরাষ্ট্রে বাংগালীদের হোটেল ব্যবসা রমরমা।

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

যুক্তরাষ্ট্রে বাংগালীদের হোটেল ব্যবসা রমরমা।নিজস্ব প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্র।
বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সব চেয়ে বড় ইনকাম হলেও আমাদের বড় ব্যয় হলো বিদেশে হোটেল ক্রয় করা।

এই হোটেল চালাতে অনেক গুলো বাড়ি কিনতে হয়েছে বাংলাদেশের বংশভূত আমেরিকান নাগরিকদের।

এই আবাসিক হোটেল গুলোর ভাড়া আকাশ্চুম্বি।সরকারি বাজেট ছাড়া এখানে রাত্রিযাপন প্রায় অসম্ভব।ধনকুবেররা এখানে জীবনের মানে খুজতে বার বার যায়।

নিচে ঠিকানা গুলো তুলে ধরা হলো যা ইতিমধ্যেই দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে।

(১). 531, N Louise St. Unit 302, Glendale, CA 91206 এই বাড়িতে সিংগেল ফ্যামিলি থাকতে পারবেন।

(২). 419, E Cypress Avenue Burbank, CA 91501 এ বাড়িটিতে ১৪টি বেডরুম ও ১৪টি বাথরুম রয়েছে।১২ জনের বেশী থাকা যাবে না।

(৩). 518, Salem Street Glendale, CA 91203-এই বাড়িটিতে রয়েছে ছয়টি বেডরুম ও ছয়টি বাথরুম, ৫ জনের থাকার সুবিধা রয়েছে।

(৪).350 E 30th Street New York, NY 10016-8386- বাড়িটিতে রয়েছে ১০২টি বেডরুম ও ১০২টি বাথরুম।এখানে ৯৫ জন্য থাকার সুবিধা রয়েছে।

(৫).3555 Kystone Avenue Los Angels, CA 90034- বাড়িটিতে রয়েছে ১২টি বেডরুম ও ১২টি বাথরুম।’

এছাড়াও আরও ৭ টি হোটেল একই মালিকের রয়েছে বলে ধারনা করা হচ্ছে।