মেট্রোরেল স্টেশনে যাত্রীর সন্তান প্রসব ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩ ১৩ জানুয়ারি ২০২৩ নিজস্ব প্রতিনিধি হাসপাতালে ভর্তি হতে যাওয়ার পথে মেট্রোরেলযাত্রী সোনিয়া রানী রায় আগারগাঁও মেট্রো স্টেশনের ফার্স্টএইড সেন্টারে সন্তান প্রসব করেছেন। দিয়াবাড়ী থেকে আগারগাঁও যাওয়ার সময় মেট্রোরেলের ভেতরে সোনিয়ার প্রসব বেদনা উঠে। অসুস্থ যাত্রীর চিকিৎসায় মেট্রো কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসে। রোভার স্কাউট ও মেট্রোরেলের কর্মকর্তাদের তত্ত্বাবধানে আগারগাঁও স্টেশনে তার সন্তান প্রসবের ব্যবস্থা করেন। হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছে। সোনিয়ার স্বামী সুকান্ত সাহা সাংবাদিকদের বলেন, সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়মিত চিকিৎসকের কাছে চেকআপ করানো হতো। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানোর জন্য বাসা থেকে যাচ্ছিলাম। সড়কে তীব্র যানজট থাকায় গাড়িতে না গিয়ে মেট্রোরেল বেছে নেই। মেট্রোরেলে যাওয়ার সময় তার প্রসব বেদনা উঠে। সে সময় মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় স্টেশনের ফার্স্টএইড সেন্টারে প্রসব করানো হয়। সুকান্ত সাহা আরও বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সবার প্রতি আমি কৃতজ্ঞ। সড়কে তীব্র যানজট থাকায় গাড়িতে না গিয়ে মেট্রোরেল বেছে নেওয়ায় আমাদের ভালো হয়েছে। তা না হলে খুবই কষ্টকর ব্যাপার হতো। এ ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নর্থ রোডের (লাইন-৫) অতিরিক্ত প্রকল্প পরিচালক আনোয়ারুল হক জানান, মেট্রোরেলে ওই নারীর প্রসব বেদনা শুরু হলে আগারগাঁও স্টেশনে নামার পর আমাদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের সিক বেডে তাকে রাখা হয়। এরপর চিকিৎসক ও রোভার স্কাউটের নারী সদস্যের সহায়তায় সন্তান প্রসব করানো হয়। তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ফোন করে অ্যাম্বুলেন্স এনে তাদের নির্ধারিত হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে মেট্রোরেলের। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে দ্রুতগতির এ বাহন। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করছে। ২৫ জানুয়ারি থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করবে। ওইদিন থেকে পল্লবী স্টেশনও যাত্রী পরিবহণে যুক্ত হবে। SHARES জাতীয় বিষয়: