‘শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪ বিনোদন প্রতিবেদক পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে চলে না দেশের সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খানের সিনেমা। বলা হয়ে থাকে শাকিব খান তাঁর দেশের সুপারস্টার। সবার শীর্ষ নায়ক তিনি। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁর দর্শক নেই। এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গের প্রযোজক রানা সরকার। নায়ককে নিয়ে এমনটা বলার কারণও ব্যাখ্যা করেছেন টলিউডের এই প্রযোজক। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওপার বাংলার একাধিক সিনেমার এই প্রযোজক মনে করেন, ‘সুপারস্টার হিসেবে শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন।’ রানা সরকার বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছে, তাদের তুলনায় ভালো নয়।’ কলকাতায় শ্রাবন্তী, শুভশ্রীসহ বহু নায়িকার সঙ্গে সিনেমা করেছেন শাকিব। কিছু আলোচিত সিনেমায় কাজও করেছেন। অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবিতেও। তবে এত দিন পরে এমন সমালোচনায় শাকিব ভক্তরা বেজায় অসন্তুষ্ট। সামাজিক মাধ্যমে তারা রানা সরকারের সমালোচনায় মুখর হয়েছে। SHARES বিনোদন বিষয়: শাকিব খান
পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে চলে না দেশের সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খানের সিনেমা। বলা হয়ে থাকে শাকিব খান তাঁর দেশের সুপারস্টার। সবার শীর্ষ নায়ক তিনি। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁর দর্শক নেই।
এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গের প্রযোজক রানা সরকার। নায়ককে নিয়ে এমনটা বলার কারণও ব্যাখ্যা করেছেন টলিউডের এই প্রযোজক। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওপার বাংলার একাধিক সিনেমার এই প্রযোজক মনে করেন, ‘সুপারস্টার হিসেবে শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন।’ রানা সরকার বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই।
সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছে, তাদের তুলনায় ভালো নয়।’ কলকাতায় শ্রাবন্তী, শুভশ্রীসহ বহু নায়িকার সঙ্গে সিনেমা করেছেন শাকিব। কিছু আলোচিত সিনেমায় কাজও করেছেন।
অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবিতেও। তবে এত দিন পরে এমন সমালোচনায় শাকিব ভক্তরা বেজায় অসন্তুষ্ট। সামাজিক মাধ্যমে তারা রানা সরকারের সমালোচনায় মুখর হয়েছে।