বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তার পদত্যাগ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন ৫৭ কর্মকর্তা।  কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগদান করার জন্য বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়েছেন এই কর্মকর্তারা।

এরমধ্যে রয়েছেন একজন উপপরিচালক, ৫৫ জন সহকারী পরিচালক ও একজন অফিসার।  ওনাদের মধ্যে ৪৮ জনের পদত্যাগ কার্যকর হবে আজ বৃহস্পতিবার। এছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল ২ জন এবং ২১ এপ্রিল ৪ জনের পদত্যাগ কার্যকর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তারা বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া খুলনা ও বরিশাল অফিসে ৩ জন করে, সিলেট অফিসে ২ জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন।

একদা অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সুযোগ-সুবিধাও কিছুটা বেশি পেতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তরা। ধীরে ধীরে তা কমিয়ে আনা হয়েছে অনেকাংশে। এমতাবস্থায় বাংলাদেশ  ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা অধিক হারে  বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।