ময়মনসিংহে নিরাপদ খাদ্য নিশ্চিতে মসিকের ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ।

 

রবিবার (৫ মে ) বেলা ১১ টায় গাঙিনাপাড়, দূর্গাবাড়ি ও নতুনবাজার এলাকার হোটেল, রেস্টুরেন্ট ও বেকারীতে অভিযান পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, খাবারের গুণগত মান রক্ষা না করা ইত্যাদি অপরাধে ৪ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এস এম মাজহারুল ইসলাম জানান,নিরাপদ খাদ্য নিশ্চিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান চলমান থাকবে। এসময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।