পার্শ্ব অভিনেতা থেকে প্রধান চরিত্রে

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪

বিনোদন প্রতিবেদক

রায়হান রাফীর ‘জানোয়ার’, ‘ডার্ক সাইড অব ঢাকা’, ভিকি জাহেদ এর ‘রেডরাম’, আশফাক নিপুনের ‘মহানগর’সহ আরো বেশ কিছু জনপ্রিয় ওয়েব কন্টেন্ট অভিনয় করেছেন অভিনয়শিল্পী এ আর রাহুল।

তাকে এক ঝলক দেখা গেছে, ‘নবাব এলএলবি’, ‘লিডার-আমিই বাংলাদেশ’, ‘মিশন এক্সট্রিম’, ‘সাপলুডু’, ‘কসাই’, ‘অমানুষ’,‘ রিক্সাগার্ল’, ‘ঢাকা ড্রিম’, ‘জামদানী’সহ আরো অনেক চলচ্চিত্র। করেছেন অসংখ্যা নাটক ও টিভিসি। তবে কোনোটাতেই প্রধান চরিত্রে নয়।

তিনি অভিনয় করেছেন পার্শ্ব অভিনেতা হিসেবেই। 

এবারই প্রথম তিনি অভিনয় করলেন প্রধান চরিত্রে। সেটি ঘটলো নাটকে। নাটকটির নাম ‘বিয়ের বয়স’।

নাট্যকার পাপ্পু রাজের সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত। কদিন আগে পূবাইলে হলো নাটকটির শুটিং। নাটকটি নিয়ে দারুণ উচ্ছসিত রাহুল। বললেন, ‘প্রথম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছি।
খুব ভালো লাগছে। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার।’ 

রাহুল ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিহা আক্তার, ফারুক আহমেদ, হারুন বান্টি, সীমান্ত আহমেদ, নাছরিন সুলতানা, নাজিম হামিদ, স্বর্ণা মনি, সাবিহা, জান্নাত, মীম, বকুল, নোমান, কামাল রায়হান, রিপনসহ আরো অনেকে।

কমেডি ঘরানার এই নাটকটি খুব তাড়াতাড়ি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।