৩ সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ নিজস্ব প্রতিনিধি তিন সন্তানকে হত্যা এবং পরিবারের বাকি সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ায়। দুর্ভাগ্যজনকভাবে তার সাত সন্তানের মধ্যে তিনজনের আগুনে মৃত্যু হয়েছে। আগুনে তার পাঁচ মাস বয়সী মেয়ে শিশু, দুই বছরের ছেলে এবং ছয় বছর বয়সী আরো এক ছেলে মারা গেছে। তবে ভাগ্যজোরে চার, সাত এবং ১১ বছর বয়সী তিন ছেলে এবং নয় বছর বয়সী মেয়ে তাদের মাসহ বেঁচে গেছে। এ কাণ্ড ঘটানোর জন্য ২৮ বছর বয়সী ওই বাবার বিরুদ্ধে তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যার চেষ্টা ও তাদের বাড়ি পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। এদিকে এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় আজ বৃহস্পতিবার তিনি আদালতের মুখোমুখি হবেন। পুলিশ অভিযোগ করেছে, আগুন লাগানোর পর উদ্ধার প্রচেষ্টাতেও বাধা দেয় ওই বাবা। প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর মতে, গত রবিবার সকালে ওয়েস্টার্ন সিডনিতে হামলাটি ঘটে। আগুন লাগার পর প্রথমে প্রতিবেশীরা বেঁচে থাকা চারটি শিশু এবং তাদের মাকে উদ্ধার করতে সহায়তা করেছিল। দুই এবং ছয় বছরের দুই শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায় এবং পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় মা এবং তার বাকি চার সন্তান স্থিতিশীল অবস্থায় রয়েছে। সূত্র : বিবিসি SHARES আন্তর্জাতিক বিষয়:
তিন সন্তানকে হত্যা এবং পরিবারের বাকি সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ায়। দুর্ভাগ্যজনকভাবে তার সাত সন্তানের মধ্যে তিনজনের আগুনে মৃত্যু হয়েছে। আগুনে তার পাঁচ মাস বয়সী মেয়ে শিশু, দুই বছরের ছেলে এবং ছয় বছর বয়সী আরো এক ছেলে মারা গেছে।
তবে ভাগ্যজোরে চার, সাত এবং ১১ বছর বয়সী তিন ছেলে এবং নয় বছর বয়সী মেয়ে তাদের মাসহ বেঁচে গেছে। এ কাণ্ড ঘটানোর জন্য ২৮ বছর বয়সী ওই বাবার বিরুদ্ধে তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যার চেষ্টা ও তাদের বাড়ি পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। এদিকে এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় আজ বৃহস্পতিবার তিনি আদালতের মুখোমুখি হবেন।
পুলিশ অভিযোগ করেছে, আগুন লাগানোর পর উদ্ধার প্রচেষ্টাতেও বাধা দেয় ওই বাবা। প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর মতে, গত রবিবার সকালে ওয়েস্টার্ন সিডনিতে হামলাটি ঘটে। আগুন লাগার পর প্রথমে প্রতিবেশীরা বেঁচে থাকা চারটি শিশু এবং তাদের মাকে উদ্ধার করতে সহায়তা করেছিল। দুই এবং ছয় বছরের দুই শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায় এবং পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।