আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে তীব্র শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। Crime Patrol Crime Patrol News প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ অনলাইন ডেস্কঃ মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে তীব্র শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলা এবং চুয়াডাঙ্গাসহ মোট ১৭ জেলার উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে, পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা আরো কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে শৈত্যপ্রবাহ চলা ১৭ জেলাসহ সারাদেশে তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে। SHARES সারা বাংলা বিষয়: