ঢাকার ধামরাইয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুস্ঠিত

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

মো:রিপন  (সাব-এডিটর)

আজ ২১/০৯/২০১৪ তারিখ সকাল ১০ টায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে রাজধানী ঢাকার ধামরাই থানার ধর্মীয় পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সার্কেল এসপি শাহিনুর কবির এবং ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। সভায় এলাকার প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সার্কেল এসপি। তিনি বলেন, “পূজা মন্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে যৌথ বাহিনীর সহযোগিতা নিয়ে পুজার দিনগুলোকে কিভাবে স্বাভাবিক রাখা যায় এবং পূজায় অংশগ্রহণকারী ব্যক্তিদের নিরাপত্তার জোরদার ব্যবস্তা করা যৌথ বাহিনী সহ বাংলাদেশ পুলিশ কঠোরভাবে কাজ করবে “।ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ” শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব। যেহেতু বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, তাই আমাদের সবার উচিত সনাতন ধর্মালম্বীদের বৃহৎ এ পূজায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সহ সমস্ত ধর্মালম্বি জনগণ বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে সনাতন ধর্মী অবলম্বীদের পূজার নিরাপত্তা প্রদান করা”।