সাবেক আওয়ামী লীগ নেতা কাজী রাসেল প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫ সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁ থানার, পাকুন্দা জামালপুর ইউনিয়নের পিতা মৃতঃনান্টু মিয়ার ছেলে কাজী রাসেল জামপুর ইউনিয়নের সাবেক হুমায়ুন চেয়ারম্যান বডিগার্ড ছিলেন। তার কুকর্মে এলাকাবাসী অতিষ্ঠ, জানা যায় জমি দখল জোরপূর্বক ডেজার দিয়ে শত শত বিঘা মাটিকাটা ও চাঁদাবাজি সহ বিভিন্ন কুকর্ম এখনো করে বেড়াচ্ছে আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়ারম্যানের বডিগার্ড এই কাজী রাসেল, জামপুর ইউনিয়নের আওয়ামী লীগের এই নেতা সে প্রশাসনকে ম্যানেজ করেই তার ব্যবসা জমজমাট চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীর অভিযোগ করেও কোন সূরাহা পায়নি তার খামের কাছে প্রশাসন নীরব। জামপুর ইউনিয়নের গ্রামবাসীর অভিযোগ শত শত মানুষের তার অত্যাচারে নিরীহ মানুষ অসহায় হয়ে পড়ছে। তার বিরুদ্ধে এলাকাবাসী থানায় বহু অভিযোগ দাখিল করেছে কিন্তু কোন সুরাহা পাচ্ছে না। আওয়ামী সরকার আমলে তার দাপটে এলাকার মানুষ দুটো তটস্থ ছিলেন, সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: সোনারগাঁও