চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ঢাকা থেকে গ্রেফতার সালাহ উদ্দিন Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ স্টাফ রিপোর্টারঃ চট্রগ্রামে সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর মামলার মামলায় মোহাম্মদ সালাহ উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ডিসেম্বর) বিকেলে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাহ উদ্দিন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছৈয়দাবাদ এলাকার ওবায়দুল হাকিম মুন্সির বাড়ির রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। মামলার বরাতে পুলিশ জানায়, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় সেখানে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা। তারা ঘটনাস্থলে থাকা কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর এবং একটি অটোরিকশায় আগুন দেন। হাতে থাকা লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেন তারা। তাদের হামলায় মোহাম্মদ সিফাতের ডান হাত ভেঙে যায়। এছাড়াও আহত হন- খুরশিদ আলম, মুদাসসির, নুরুল আলম তালুকদার ও মোহাম্মদ সেলিম। এ ঘটনায় গত ২৮ আগস্ট আহত সিফাতের বাবা মোহাম্মদ তসলিম বাদী হয়ে চার ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওচমান আলী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম, ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। বাকি আসামিরা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত। সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, সোমবার বিকেলে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে মোহাম্মদ সালাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।### ০২/০১/২৫খৃঃ SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: চট্টগ্রাম