শীতকালীন পরিবেশ দূষণের একমাত্র প্রধান কারন- ইটের ভাটা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

পর্ব দুই – বরিশাল

বিশেষ প্রতিনিধি
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বিভাগ বরিশাল। কথায় আছে ধান নদী খাল এই তিন নিয়ে বরিশাল। পর্যাপ্ত পরিমাণে আবাদি জমি এবং মৎস্য সম্পদে পরিপূর্ণ বরিশালের পরিবেশের অধিকাংশই নষ্ট করছে এলাকার ইটের ভাটা গুলো। বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় শিকারপুর জি জি মাধ্যমিক বিদ্যালয়ের পাচশো মিটার ও এক হাজার মিটারের মধ্যে দুটো ইটের ভাটায় রীতিমতো ইট বানানোর কাজ চলছে। চলছে বেচা বিক্রি। ট্রাক্টরের শব্দে ছেয়ে আছে চারপাশ। পরিবেশ অধিদপ্তর ও সমাজকে উপেক্ষা করে রীতিমতো দাপটের সাথে গাছের গুড়ি এবং কাঠ ইট পোড়ানোর জ্বালানি হিসেবে ব্যবহার করছে তারা। শুধু তাই নয় পরিবেশ অধিদফতর সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কোন বালাই নেই তাদের। শিকারপুরের এস এস ব্রিকস এবং মক্কা ব্রিকস এর মালিকপক্ষকে গাছের কাঠ ব্যবহার করার বিষয়ে জানতে চাইলে তারা দেশের কয়লা সরবরাহ এবং কয়লার ঊর্ধ্বগতি মূল্যকে দায়ী করে। ডিসি বরিশাল কাঠ দিয়ে জ্বালানি ব্যবহার করার বিষয়টি জানে কিনা জানতে চাইলে তারা উত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে যায়। এ ব্যাপারে এনডিসি বরিশাল কে ফোন দেওয়া হলে তিনি জেলা প্রশাসক বিপণন শাখার দোহাই দেন।