গাজীপুরের কালীগঞ্জে অসহায় গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

 

ইলিয়াস হাওলাদার
সিনিয়র ক্রাইম রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে অসহায় গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সকালে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন কালীগঞ্জ থানা চত্বরে ওয়ার্ডের ৫০ জন শীতার্ত অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কালীগঞ্জ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পৌরসভার পক্ষ থেকে এলাকার শীতার্ত মানুষের শীত লাঘব করার লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।