ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৩৩ কোটি মার্কিন ডলার।

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৩৩ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি ২৪ হাজার ২৩১ কোটি টাকার কিছু বেশি (এক ডলার সমান ১০৭ টাকা ধরে)।
রবিবার প্রবাসী আয় সম্পর্কিত এ প্রতিবেদন এ তথ্য জানানো হয়। কম কর্মদিবসের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৫৪ লাখ ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছিল প্রায় ৬ কোটি ৫৩ লাখ ডলার। সে হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ১৫ লাখ ডলাার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৪৩ লাখ ডলার। আর দেশে ব্যবসা করা বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার।
প্রবাসী আয় (রেমিট্যান্স) বৈদেশিক রিজার্ভের বড় মাধ্যম। যা তুলনামূলক কম ডলার ব্যয়ের মাধ্যমে অর্জিত হয়। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি ৭ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক ৫০৪ বিলিয়র ডলার। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত রপ্তানি আয় ঊর্ধ্বমুখী ছিল। সেপ্টেম্বর মাসে কিছুটা নিম্নমুখী হয়।
পরিস্থিতি সামাল দিতে হুন্ডি ও অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা; রেমিট্যান্সে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা; রেমিট্যান্স পাঠাতে ফি প্রত্যাহার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর মতো উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে এর সুফল পাওয়া শুরু হয়েছে। বাড়ছে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা।দেশ ও জাতীর জন্য এক বিশালত্ব অর্জন এই রেমিটেন্স।