ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত।

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৩

 

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বলেন, এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮ শত ৬৯ জন। সেগুলোর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১২৬ জন ও নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৭ শ ৪৩ জন। দিবসটি উপলক্ষে স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে শুকনো প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।