মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ রবিবার ”হ্যালো সুপারস্টারস’’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে দুই বাংলার তারকার মিলন মেলা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ মালয়েশিয়া প্রতিনিধি : ভারতীয় বহু জনপ্রিয় গানের কন্ঠশিল্পী, শ্রেষ্ঠ পুরুষ ফিল্মফেয়ার পুরস্কার জেতা বিনোদ রাঠোড় মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে উঠেছেন এবং এসেছেন আজ রবিবার অনুষ্ঠিতব্য ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে, শুধু বিনোদ রাঠোড় নয় এসেছেন উপমহাদেশের ‘মেলোডি কিং’ সংগীত শিল্পী কুমার শানু, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা, নায়িকা মৌসুমি, চিত্রনায়ক আলমগীর, ওমর সানি, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর, নীরব হোসেন, ডলি সায়ন্তনী, শুভ্রদেবসহ আরো অনেক। তাদের পদচারনায় কনকর্ড হোটেলের লবি মুখোড় হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়াললামপুরের বুকিত বিন্তাংয়ের সাংগেই ওয়াং প্লাজাতে অনুষ্ঠিত হবে এই ‘হ্যালো সুপার স্টারস’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান। এতে অন্তত ৮ হাজার দর্শক উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা করছেন। রবিবার সকাল ৮টায় মালয়েশিয়ান এয়ার লাইন্সের বিমানে ঢাকা থেকে উড়ে আসেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা, তার স্বামী চিত্রনায়ক আলমগীর দুপুরে আসেন চিত্রনায়ক ওমর সানী ও মৌসুমী দম্পতি। একে একে আসেন ভারতের মেলোডি কিং কুমার শানু ও বিনোদ রাঠোড়রা। জনপ্রিয় কণ্ঠশিল্পী বিনোদ রাঠোড় এই প্রতিবেদককে জানান, অনুষ্ঠান উপলক্ষে এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। প্রোগ্রাম এর জন্য প্রস্ততি নিয়েছি। মালয়েশিয়াতে এটা আমার প্রথম শো। খুবই ভালো লাগছে। বিমানের ক্লান্তি শেষে কেউ কেনাকাটায়, কেউ অনুশীলন আবার কেউ ভ্রমণে সময় কাটান। আজ রবিবার আসবেন বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। শনিবার রাতে কুয়ালালামপুরে প্রেট্রোনাস টুইন টাওয়ারের সামনে একটি রেস্টুরেন্টে ডিনার করেছেন আমন্ত্রিত তারকারা। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর জানান, আমরা হ্যালো সুপারস্টারস অ্যাপের জমকালো উদ্বোধনের অপেক্ষায়। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিরাও এসে গেছেন। মালয়েশিয়ার জোজো ইভেন্টস এবং বাংলাদেশের ভার্সাটাইলো গ্রুপের যৌথ আয়োজনে ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানটি হতে যাচ্ছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপ ডাউনলোড করেই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। জানা গেছে, অন্তত ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি কুয়ালালামপুরের চেরাস স্টেডিয়ামে আয়োজনের কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা থাকায় অনুষ্ঠানটি স্থানান্তরিত করা হয়েছে কুয়ালালামপুরে বুকিত বিন্তাংয়ের বিশ্বমানের পরিচ্ছন্ন নতুন মিলনায়তন মেগা স্টার এরিনার সাংগেই ওয়াং প্লাজাতে। সেখানে অন্তত ৮ হাজার দর্শক অংশ নিতে পারবেন। অনুষ্ঠানটি আয়োজনে ঈদের আগেই কুয়ালালামপুরে পৌঁছে ব্যস্ত সময় কাটিয়েছেন আসিফ আকবর। হোটেল কনকর্ডে প্রেস কনফারেন্স, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়, মিলনায়তন পরিদর্শন করেছেন তিনি। উল্লেখ্য, ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপটির পহেলা মে থেকে বৈশ্বিক অপারেশন শুরু হবে। SHARES আন্তর্জাতিক বিষয়: