ঘূর্নিঝড় “মোখা”র কারণে কুমিল্লার ৬ টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩ বিশেষ প্রতিনিধি ঃ ঘূর্নিঝড় মোখার কারণে আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য কুমিল্লা বোর্ডের এসএসসি/সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত পরীক্ষার পরবর্তী সময় জানানো হবে। এদিকে, ঘূর্নিঝড় মোখার কারণে কুমিল্লার ৬ টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে ব্যবস্থা নেয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ উপজেলা গুলো হলো- চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দাউদকান্দি, মেঘনা ও হোমনা। জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, ঝুঁকিপূর্ণ এসব উপজেলায় ৫৮৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্য কাজ হাতে নেয়া হয়েছে। শনিবার দুপুরে মোখা মোকাবেলায় কুমিল্লা জেলার করণীয় বিষয়ে একটি সভা হবে, সেখান থেকে সর্বশেষ নির্দেশনা জানা যাবে। কুমিল্লা জেলা আবহাওয়া কর্মকর্তা ইসমাইল হোসেন ভুঁইয়া বলেন, যেহেতু কুমিল্লা উপকূলীয় জেলা নয়- তাই এখনো কোন বিপদ সংকেতের আওতায় নেই। কিন্তু নোয়াখালী বা ফেণীর পর কুমিল্লা জেলার অবস্থান যে কারণে ঘূর্ণিঝড় মোখার শুরু দিকেই কুমিল্লার দক্ষিণাঞ্চলীয় উপজেলা নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জে ৬২-৮৮ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে। এজন্য কেউ আতংকিত না হয়ে বরং সতর্কভাবে অবস্থান করা জরুরি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, ইতিমধ্যে কুমিল্লার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সকল ব্যবস্থা গ্রহন করতে নির্দেশনা দেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ উপজেলা সমূহে অতিরিক্ত নজর রাখার জন্য বলা হয়েছে। আমাদের যে ৫৮৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে – এসব আশ্রয়কেন্দ্রে অন্তত ২ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। শনিবার দুপুরে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে আরো ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। SHARES প্রাকৃতিক দূর্যোগ বিষয়: