ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর-এর ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৩ স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর-এর ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৪ মে) রাত পর্যন্ত বিমানবন্দর দুটোতে বিমান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (১২ মে) রাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে, রবিবার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান যে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। SHARES প্রাকৃতিক দূর্যোগ বিষয়: