ময়মনসিংহের মুক্ত দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।ময়মনসিংহ মুক্ত দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম।

শনিবার সকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের উদ্যোগে আয়োজিত অনু্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা ছানোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংগঠনের উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, আ্যডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, শহিদুর রহমান, খন্দকার ফারুক আহমেদ, নূরজাহান পারভীন, ইশরাত জাহান দীপা, নাসির উদ্দিনসহ অন্যরা।

অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।