সূত্রাপুরে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে স্কুল শিক্ষার্থী গুরুতর আহত Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ মোঃআবু কাওছার মিঠু স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সূত্রাপুর এলাকার মুক্তি খেলাঘর মাঠের সামনে কাগজি টোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ পিয়াল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটলে গুরুতর আহত অবস্থায় তাকে রাত পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহত শিক্ষার্থীর চাচা ওয়াসিম জানান, পিয়াল গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এসকে দাশ রোড লোহারপুল, গেন্ডারিয়া তাদের নিজস্ব বাসা।রাতের দিকে শ্যামবাজার থেকে বাজার সদাই করে বাসায় ফেরার পথে উল্লেখিত ঘটনাস্থলে ছিনতাই করার উদ্দেশ্যে ঘাতক রাতুল সহ কয়েকজন দুর্বৃত্তকারি পিয়ালের পেঁটে ছুরি দিয়ে আঘাত করে। তখন সে আহত অবস্থায় দৌড়ে বাসায় চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, পিয়াল ৭২/এ এসকে দাশ রোড লোহারপুল, গেন্ডারিয়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মোঃ নাদিম। দুই ভাই এক বোনের মাঝে সে তার পিতা-মাতার দ্বিতীয় সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, সূত্রাপুর থেকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পিয়াল নামে এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে বলে জানতে পারি। দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: ঢাকা