কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
কুমিল্লা প্রতিনিধি ঃবাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার আঞ্জুম সুলতানা সীমা। সোমবার দুপুরে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এমপি সীমা প্রধানমন্ত্রীর কক্ষে প্রায় আধাঘন্টা সময় অবস্থান করেন বলে জানা গেছে।
সূত্র জানায়, কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত অধ্যক্ষ আফজল খান এডভোকেটের কন্যা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য সোমবার (৫ জুন) সকাল ১০টার দিকে গণভবনে প্রবেশ করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। এসময় প্রধানমন্ত্রীর সাথে এমপি সীমা তার মায়ের অসুস্থতাসহ পারিবারিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এরপর বেলা ১২টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে আসেন।
এমপি সীমার রাজনৈতিক সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, গণভবনে সীমা প্রধানমন্ত্রীকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে কিছু আলাপচারিতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন থেকে প্রার্থী হওয়া, ইমরান খানের মৃত্যু ও তার পূর্বের চাওয়া-পাওয়া, এবং তার মা নার্গিস আফজলের অসুস্থতা নিয়ে আলোচনা করেন। সবকিছু মনযোগসহকারে শুনে প্রধানমন্ত্রী এমপি সীমাকে বলেছেন, ‘তুমি এখন তোমার মায়ের কাছে যাও, বাকি সবকিছু আমি দেখছি।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার অভিভাবক। তাঁর সাথে দেখা করেছি। আম্মার অসুস্থার বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। পরে আম্মার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন, আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন। এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে।’