আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩ ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক : আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ভোরে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৭ সালের জুন মাসে ১৯ দফা কর্মসূচি নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক (জাগ) দল গঠন করেন জিয়াউর রহমান। এরপর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে ওই বছর রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা বটমূলে জাতীয়তাবাদী দলের জন্ম হয়। সর্বসম্মতভাবে জিয়াউর রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হন। SHARES রাজনীতি বিষয়: বিএনপি