খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে সরকার : ফখরুল

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার কথা আমরা বহুবার বলেছি।

কিন্তু সরকার কতটা অমানবিক হতে পারে, কত মধ্যযুগীয় বর্বরতায় যেতে পারে যিনি অসুস্থ, রাজনৈতিক নেতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় যাঁর অবদান রয়েছে, এখন পর্যন্ত তাঁরা সুচিকিৎসার ব্যবস্থা করছে না।’৯ আগস্ট অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।

মেডিক্যাল বোর্ড জানিয়েছে, তাকে দ্রুত বিদেশে মাল্টিপারপাস অ্যাডভান্স সেন্টারে পাঠানো জরুরি।

কারণ তার শারীরিক যে অবস্থা, এখানে এর বেশি চিকিৎসার সুযোগ নেই।গত কয়েক দিন ধরে এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। তার বিভিন্ন প্যারামিটারগুলোর উঠানামায় উদ্বিগ্ন তারা।

দলের বিভিন্ন স্তরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হচ্ছে।

বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়।