চ্যালেঞ্জ মোকাবেলা করতে মানসিকভাবে তৈরি আছি : র্যাব ডিজি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩ নিজস্ব প্রতিনিধি র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে নির্বাচন কমিশনের অধীনে। ওনারা যেভাবে পরিচালনা করবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে- সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করব। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক এ কথা জানান। র্যাব ডিজি বলেন, র্যাবের স্লোগান হচ্ছে ‘বাংলাদেশ আমার অহংকার’। আমরা এটাকে ধারণ করি, লালন করি এবং এটাকে আমরা পালন করি। বাংলাদেশ যেহেতু আমার অহংকার এবং আমরা এ দেশের সন্তান, এ দেশ আমাদের ও এ দেশের জনগণ আমাদের।তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন। আমরা তাঁরই অনুসারী, আমরা দেশকে ভালোবাসি-মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। SHARES জাতীয় বিষয়: #র্যাব
র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে নির্বাচন কমিশনের অধীনে। ওনারা যেভাবে পরিচালনা করবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে- সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করব।
এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক এ কথা জানান। র্যাব ডিজি বলেন, র্যাবের স্লোগান হচ্ছে ‘বাংলাদেশ আমার অহংকার’। আমরা এটাকে ধারণ করি, লালন করি এবং এটাকে আমরা পালন করি।
বাংলাদেশ যেহেতু আমার অহংকার এবং আমরা এ দেশের সন্তান, এ দেশ আমাদের ও এ দেশের জনগণ আমাদের।তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন। আমরা তাঁরই অনুসারী, আমরা দেশকে ভালোবাসি-মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।