বৃষ্টি আরো বাড়তে পারে আজ, কমবে তাপমাত্রা

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় হওয়ায় আগের দিনের তুলনায় গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বেড়েছে। আজ আরো বাড়তে পারে। কমবে দিন ও রাতের তাপমাত্রা। এতে দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও কোনো কোনো এলাকায় কমে আসতে পারে

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বলেন, ‘আগামী ৭২ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

খুব দ্রুতই এটি ভারতের স্থলভাগে উঠে যেতে পারে। এর প্রভাবে খুব বেশি ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম ও ময়মনসিংহে সাময়িকভাবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’নাজমুল হক জানান, ময়মনসিংহ ও সিলেটে আজ বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে।

তবে পরের দুই দিনে লঘুচাপ তৈরি হলে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অন্যান্য অঞ্চলে কমে আসবে।’