৮০০ কোটির ক্লাবে ‘জওয়ান’

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
‘জওয়ান

নিজস্ব প্রতিবেদন

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এই মুহূর্তে বক্স অফিসে রাজত্ব করছে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’ এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি রুপি আয় করে। এরপর থেকেই ‘জওয়ান’ ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, মুক্তির ১১ দিনের মধ্যে  ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘জওয়ান’!

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালান সোমবার এক্সে (টুইটার) ‘জওয়ান’-এর আয়ের তথ্য শেয়ার করে জানান, শাহরুখের ‘জওয়ান’ ইতিমধ্যে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

1

মনোবল বিজয়বালান লেখেন, “ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিসে ‘জওয়ান’ ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করে গেল। ১১তম দিনে কেবল ভারতেই সিনেমাটির ১৩,৯০,১৪২টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি ভার্সনে ১৩,৩১৭ টিকিট বিক্রি হয়েছে এবং ৩৫.১৮ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। প্রতি শোতে সিনেমাটি ২৬,৪১৭ টাকা আয় করেছে।

এদিকে ভারতে ‘জওয়ান’-এর মোট আয় এখন  ৪৭৭.২৮ কোটি রুপি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ১১তম দিন ‘জওয়ান’ ভারতে ৩৬.৫০ কোটি আয় করেছে। ১১ দিনে শাহরুখ খান অভিনীত সিনেমাটির আয় প্রায় ৪৭৭.২৮ কোটি রুপি। এর মধ্যে কেবল হিন্দি ভার্সনেই ৪৩০ কোটি আয় করেছে।
সেই সঙ্গে বর্তমানে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৪ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮৬০ কোটি রুপি। 

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।

সূত্র : হিন্দুস্তান টাইমস, স্যাকনিল্ক